প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুঃসংবাদ দিলেন রাশমিকা

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
দুঃসংবাদ দিলেন রাশমিকা

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:
বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রি জুড়ে এখন শুধুই চলছে সিনেমা পুষ্পার জয়জয়কার। আর ইতোমধ্যে ছবির দুর্দান্ত সাফল্য নিয়ে ঊর্ধ্বগগনে ছুটে চলছে অভিনেত্রী রাশমিকা মান্দানার জনপ্রিয়তা। এ যেন ফুরাবার শেষ নয়।

আবার অভিনেত্রীর জোরকদমে প্রস্তুতি চলছে বলিখ্যাত ভাইজান অভিনেতা সালমানের খানের বহু প্রত্যাশিত ছবি সিকান্দার নিয়ে। এ ছবিতেও আছেন পুষ্পাখ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘সিকান্দার’ ছবির জন্য শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী।

Manual6 Ad Code

কিন্তু হঠাৎই দুঃসংবাদ পাওয়া গেল। জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর চোট পান রাশমিকা মান্দানা। যে কারণে সাময়িকভাবে তার শুটিংও স্থগিত করা হয়েছে। যদিও সালমান ও রাশমিকা ‘সিকান্দারের’ শেষ শিডিউলের শুটিং মুম্বাইয়ে করবেন বলে জানা গেছে।

‘সিকান্দার’ সিনেমায় সালমান খান, রাশমিকা মান্দানার পাশাপাশি আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, অনন্ত মহাদেবন, শারমন জোশি, প্রতীক বব্বর, নবাব শাহ ও অঞ্জিনি ধাওয়ান প্রমুখ। এটি চলতি বছরের মার্চে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, এ মুহূর্তে ‘সিকান্দার’ ছাড়াও রাশমিকা মান্দানার ঝুলিতে একাধিক ছবি রয়েছে। অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ ও অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ‘ছাভা’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code