প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুখে থাকার মন্ত্র কী, জানালেন অপু

editor
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ণ
সুখে থাকার মন্ত্র কী, জানালেন অপু

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ক্যারিয়ার নিয়ে হোক কিংবা ব্যক্তিগত জীবন— ভালো-খারাপ দুইয়ের মধ্য দিয়েই চলছেন তিনি। কখনো ভক্তদের ভালোবাসা পেয়েছেন, আবার কখনো তার নানান কর্মকাণ্ড সৃষ্টি করেছে সমালোচনা। শুধু তাই নয়, এ অভিনেত্রীর জীবনেও আর সাধারণদের মতোও সুখ-দুঃখ এসেছে।

Manual4 Ad Code

ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী অপু বিশ্বাসের সুখের ঘাটতি হতে শুরু করে, তা অনেকটাই অনুমেয় তাদের ভক্ত-অনুরাগীদের। তবে এ তিনি মনে করেন, জীবনে যা কিছুই ঘটুক না কেন, সুখে থাকতে হলে যে কোনো ব্যাপারেই প্রত্যাশা থামাতে হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অভিনেত্রীকে সুখে থাকার করণীয় কি— এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমার কাছে মনে হয় যে, সুখে থাকার জন্য একটা মানুষকে যে কোনো জায়গায় মানিয়ে নিতে হয়। তা হলেই সুখটা সম্পূর্ণভাবে চলে আসে। প্রত্যাশা না বাড়িয়ে কিংবা প্রত্যাশা না রাখাই ভালো।

Manual4 Ad Code

অপু বিশ্বাসের এমন কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ভক্ত-অনুরাগীরা সহমত পোষণ করেন। অনেকে এটিকে উপদেশ হিসেবেও সাদরে গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় অভিনেত্রী অপু বিশ্বাসের। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেই নিয়মিত হন তিনি। এরপর থেকেই ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকেন অপু বিশ্বাস। ২০১৭ সাল পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি সিনেমা মুক্তি পায় অভিনেত্রীর।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code