প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে বিপিএল জমবে কবে-কখন?

editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ণ
চট্টগ্রামে বিপিএল জমবে কবে-কখন?

Manual1 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
ঢাকার পর সিলেট হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন চট্টগ্রামে। সাত দলের টুর্নামেন্টের তৃতীয় ধাপে খেলা হবে ১২টি ম্যাচ। আগামীকাল ১৬ তারিখ থেকে শুরু হয়ে কুড়ি কুড়ির উন্মাদনা চলবে ২৩ জানুয়ারি। বন্দরনগরীর পর্ব চুকিয়ে আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ততদিনে হয়ত নির্ধারণ করা হয়ে যাবে কারা থাকছে সেরা চারে!

Manual1 Ad Code

সিলেট পর্ব শেষে সবার ওপরে অপরাজেয় হয়ে আছে রংপুর রাইডার্স। নুরুল হাসানদের ধারেকাছেও নেই আর কেউ। টেবিলের দুইয়ে চট্টগ্রাম কিংস। শীর্ষ চার দখলের লড়াইয়ে এই পর্বের ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বসবে খেলা। ১৬ ও ১৭ জানুয়ারি টানা ম্যাচের পর একদিন বিরতি। তারপর আবার দুদিন খেলা। ২১ তারিখ আরেকটি বিরতি দিয়ে পরের দুদিনে আরও চারটি ম্যাচ।

Manual8 Ad Code

এরপর বিপিএল ফিরবে ঢাকায়। মিরপুর হোম অব ক্রিকেটে ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি। শিরোপা ফয়সালার মঞ্চ ৭ ফেব্রুয়ারি।

এক নজরে বিপিএল চট্টগ্রাম পর্বের সূচি—

Manual2 Ad Code

১৬ জানুয়ারি ফরচুন বরিশাল-ঢাকা ক্যাপিটালস বেলা ১টা ৩০ মি.
১৬ জানুয়ারি চিটাগং কিংস–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬টা ৩০ মি.

১৭ জানুয়ারি দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্স বেলা ২টা
১৭ জানুয়ারি চিটাগং কিংস–রংপুর রাইডার্স সন্ধ্যা ৭টা

১৯ জানুয়ারি চিটাগং কিংস–ফরচুন বরিশাল বেলা ১টা ৩০ মি.
১৯ জানুয়ারি দুর্বার রাজশাহী–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬টা ৩০ মি.

২০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস–সিলেট স্ট্রাইকার্স বেলা ১টা ৩০ মি.
২০ জানুয়ারি চিটাগং কিংস–দুর্বার রাজশাহী সন্ধ্যা ৬টা ৩০ মি.

Manual2 Ad Code

২২ জানুয়ারি চিটাগং কিংস–ঢাকা ক্যাপিটালস বেলা ১টা ৩০ মি.
২২ জানুয়ারি ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬টা ৩০ মি.

২৩ জানুয়ারি দুর্বার রাজশাহী–রংপুর রাইডার্স বেলা ১টা ৩০ মি.
২৩ জানুয়ারি খুলনা টাইগার্স–সিলেট স্ট্রাইকার্স সন্ধ্যা ৬টা ৩০ মি.

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code