প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে খুন করে ঢাকায় আত্মগোপনে পিতা-পুত্র : শেষ রক্ষা হলোনা

editor
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ণ
সিলেটে খুন করে ঢাকায় আত্মগোপনে পিতা-পুত্র : শেষ রক্ষা হলোনা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
হত্যা মামলায় গ্রেপ্তার গৌছ আলী ও তার ছেলে মাহিন মিয়া। ইনসেটে নিহত হাছান আলী। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের হাছান আলী হত্যা মামলায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই মোহাম্মদ আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে।

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মৃত আফিজ আলীর ছেলে গৌছ আলী (৬০) ও তার ছেলে মাহিন মিয়া (১৯)। তারা ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

Manual7 Ad Code

জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাত ১১টার দিকে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলীর পুত্র হাছান আলী (৩১) কে বুকের বাম পাশে, ঘাড়ের নিচে ও পিঠে ধারালো ছুরি দিয়ে ঘাই মেরে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। হাছান আলী শোর চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে হাছান আলী (৩১) কে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

পরে নিহত হাছান আলীর বড় ভাই মোঃ রোশন আলী বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ৯ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

Manual1 Ad Code

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code