প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আ.লীগ-ছাত্রলীগের ৬৭ নেতাকর্মী গ্রেফতার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ণ
আ.লীগ-ছাত্রলীগের ৬৭ নেতাকর্মী গ্রেফতার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও নিষদ্ধি ছাত্রলীগের ৬৭ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে ঢাকায় তিন, চট্টগ্রামে ৪৩, ময়মনসিংহে ১১, বগুড়ায় সাত, বরিশালে দুই ও রংপুরে একজন রয়েছে। তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় ও হত্যাসহ নানা অভিযোগে মামলা রয়েছে।

Manual7 Ad Code

ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নিষদ্ধি ছাত্রলীগ নেতা অনিক শেখকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার বিকালে লেকসিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, অনিক ঢাকা উত্তর সিটির ৪৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

চট্টগ্রাম : শনি ও রোববার নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।

ময়মনসিংহ : ময়মনসিংহের নিষদ্ধি ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর পাটগুদাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বগুড়া : শাজাহানপুর ও গাবতলী উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাত নেতা ধরা পড়েছেন। দুই থানার পুলিশ গোপনে খবর পেয়ে শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। রোববার তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া হূদয় আকন্দ নামে এক দোকান কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামি রবিন হাসান ধরা পড়েছেন। র্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা শনিবার রাতে তাকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেন।

বরিশাল : নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতিকালে নিষদ্ধি সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে বরিশাল নগরীর বাংলাবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন জাকির হোসেন ডলার ও নাজমুল হাসান সুমন। ডলার নগরীর বাংলাবাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। এছাড়া সুমন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোবাহান হাওলাদারের ছেলে।

রংপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টায় মহানগরীর শাজাপুর রেলস্টেশন বাবুপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) : রাজধানী থেকে অ্যাডভোকেট গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে ডিএমপির কলাবাগান থানার ওসি মুক্তারউজ্জামান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

Manual2 Ad Code

গোলাম কিবরিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধমপাশা গ্রামের আবুল কাইয়ুমের ছেলে। পতিত আওয়ামী সরকারের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম কিবরিয়া।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code