প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নিরবের ‘গোলাপ’ পরীমনি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ণ
নিরবের ‘গোলাপ’ পরীমনি

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:
ঢালিউড অভিনেতা নিরব কয়েক দিন আগেই ‘গোলাপ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন । সেদিন ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছিল। এমনকি গোলাপে নাম ভূমিকায় অভিনয়ও করবেন নিরব। তবে নায়িক কে, তা অবশ্য জানা যায়নি। সেদিন ‘গোলাপ’ ছবির নায়িকার নাম নিশ্চিত হওয়া যায়নি। এমনকি নিরবের সঙ্গে কাকে নায়িকা হিসেবে দেখা যাবে, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি। তবে এবার জানা গেল নিরবের ‘গোলাপ’ সিনেমায় কে সেই সুন্দরী?

Manual2 Ad Code

একটি সূত্র জানায়, পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নির্মিত হবে। এ ছবিটি পরিচালনা করবেন শামসুল হুদা। চলতি ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন নিরব। অন্যদিকে নায়িকা হিসেবে থাকছেন পরীমনি। প্রথমবারের মতো রুপালি পর্দা জুটি বাঁধতে চলেছেন এ দুই তারকা।

‘গোলাপ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব। ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর তিনি জানিয়েছেন, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছরাবে…!

Manual4 Ad Code

এ বিষয়ে পরীমনি বলেন, অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রুপা। গল্পে রুপা নাচবে, প্রেম করবে— এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রুপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্প জুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শকরা পছন্দ করবেন।

Manual6 Ad Code

ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে ‘গোলাপ’? বিষয়ে পরিচালক শামসুল হুদা বলেন, সাসপেন্স থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের ছবি হবে ‘গোলাপ’।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code