প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খলনায়িকার চরিত্রে হুমা কুরেশি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
খলনায়িকার চরিত্রে হুমা কুরেশি

Manual7 Ad Code

বিনোদন রিপোর্টার:
‘দিল্লি ক্রাইম ৩’-তে আসছেন বলিউডের আলোচিত অভিনেত্রী হুমা কুরেশি। এবারের সিরিজে খলনায়িকার চরিত্রে হাজির হবেন হুমা। সম্প্রতি অস্ত্র হাতে অভিনেত্রীর একটি ছবি প্রকাশ পেয়েছে।

Manual2 Ad Code

সিরিজটি প্রসঙ্গে হুমা বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সিরিজের জন্য নির্মাতারা আমাকে ভেবেছেন, এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি বিগত পর্বের মতো এবার তৃতীয় কিস্তিও বাজিমাত করবে।’

বর্তমানে ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় আছেন বলিউডের এ অভিনেত্রী। নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার খলনায়িকার চরিত্রে।

২০২০ সালে ক্রাইম সিরিজ ‘দিল্লি ক্রাইম’ ব্যাপক সাড়া ফেলে। সানড্যান্স উৎসবে প্রিমিয়ার হওয়া সিরিজটি ইন্টারন্যাশনাল এমিতে পুরস্কার জেতে। ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটির দ্বিতীয় মৌসুমও প্রশংসা পায়। এবার আসছে তৃতীয় মৌসুম। বেশ কিছু সিনেমার কাজ হাতে আছে এই অভিনেত্রীর।

Manual4 Ad Code

কয়েক বছর ধরে সিনেমার কাজ কমিয়ে দিয়েছেন। তিনি মনে করেন, সংখ্যার চেয়ে গুণগতমান গুরুত্বপূর্ণ। সিনেমার কাজ কম কারার কারণে সিরিজে বেশি সময় এবং মনোযোগ দিতে পারছেন হুমা। সনি লিভে তার সিরিজ ‘মহারানি’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সিনেমার চেয়ে এখন সিরিজে বেশি কাজ করছেন এই অভিনেত্রী।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code