প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সেই আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ব্রাজিল

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ণ
সেই আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ব্রাজিল

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
টুর্নামেন্টটা আর্জেন্টিনা শুরু করেছিল ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে। তবে সময় যত গড়িয়েছে, আর্জেন্টিনা যেন ততটাই ঝিমিয়ে পড়েছে। ওদিকে ব্রাজিল পাল্লা দিয়ে এগিয়েছে।

Manual3 Ad Code

এবার দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে সে আকাশি-সাদাদের পেছনেই ফেলে দিয়েছে সেলেসাও যুবারা। প্যারাগুয়েকে হারিয়েছে ৩-১ গোলে, তাতেই কাজটা সেরে ফেলেছে তারা। দিনের অন্য ম্যাচে আর্জেন্টিনা শেষ সময়ের গোলে জিতেছে। তবে ব্রাজিলের কাছ থেকে শীর্ষস্থানটা ফেরত পায়নি দলটা।

দিনের শুরুতে এস্তাদিও অলিম্পিকোয় ১৭ মিনিটেই দুই গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। প্রথম গোলটা করেছিলেন গুস্তাভো প্রাদো, ২ মিনিট পর রায়ানের গোল ব্যবধান দ্বিগুণ করে দলটা।

তবে ২৫ মিনিটে গোল করে ব্রাজিলকে চোখরাঙানি দিয়েছিল প্যারাগুয়ে। গোলটা করেন আনহেল ভিয়াসান্তি।

সে চোখরাঙানি অবশ্য টেকেনি বেশিক্ষণ। ব্রাজিলের কাছেই ছিল ম্যাচের লাগাম। ৭৮ মিনিটে দলটা তৃতীয় গোল নিয়ে জয় নিশ্চিত করে ফেলে। আলিসন সান্তানার ওই গোল তাদের দক্ষিণ আমেরিকান অ-২০ চ্যাম্পিয়নশিপের শীর্ষে জাঁকিয়ে বসার সুযোগও দেয়।

Manual1 Ad Code

শীর্ষে ফিরতে হলে আর্জেন্টিনাকে জিততে হতো নিদেনপক্ষে ৩ গোলের ব্যবধানে। কলম্বিয়ার বিপক্ষে সে জয়টা তো পায়ইনি আকাশি-সাদারা, এক পর্যায়ে তো পূর্ণ তিন পয়েন্ট পাবে কি না, তা নিয়েও জেগেছিল শঙ্কা। ৮০ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি তারা।

Manual5 Ad Code

তবে শেষ দিকে এসে সে শঙ্কা দূর হয়। গোল করেন ইয়ান সুবিয়াবরে। সেই এক গোলই আর্জেন্টিনাকে জয় এনে দেয়।

শীর্ষে থাকা দুই দল যাবে অ-২০ বিশ্বকাপে। সেই দুই দল যে ব্রাজিল আর আর্জেন্টিনা, তা একরকম নিশ্চিত হয়ে গেছে আজ। শেষ দুই ম্যাচ থেকে এক জয় তুলে নিতে পারলেই দুই দল চলে যাবে বিশ্বকাপে।

Manual6 Ad Code

তবে লড়াইটা যে শিরোপার, তার জন্য দুই দলের মুখোমুখি লড়াইটা একরকম ফাইনালেই পরিণত হয়েছে। জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে দুই দলের কোনো একটির। আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ৭টায় সেই লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code