প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘পরীকে’ চান শেখ সাদী, যা বললেন পরীমনি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ণ
‘পরীকে’ চান শেখ সাদী, যা বললেন পরীমনি

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:
ঢালিউড অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের পর ফের আলোচনায় অভিনেত্রী পরীমনি। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহকে বলা হয় ভ্যালেন্টাইন উইক। ভালোবাসার সপ্তাহে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শেখ সাদী। আর মনের ইচ্ছা প্রকাশের পরই তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে এবং নিজের অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন শেখ সাদী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন- ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি।

Manual2 Ad Code

এ ক্যাপশন দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। এমনকি চিত্রনায়িকা পরীমনিরও নজরে পড়েছে। তিনি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, ‘ওহ’। এরপরই ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। কেউ কেউ বলছেন, ভালোবাসার সপ্তাহে ভালোবাসা দিবসের আগ মুহূর্তে ফেসবুকে মনের কথা জানালেন শেখ সাদী।

Manual6 Ad Code

এ ব্যাপারে সোমবার (১০ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে শেখ সাদী বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি। এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়।

Manual8 Ad Code

ক্যাপশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকেই এ ধরনের একটি বাক্য পেয়েছি। তারপরই জানতে চাওয়া হয় গায়কের কাছে, চ্যাটজিপিটি কি আপনার মনের কথা বুঝে গেল? হাসতে হাসতে শেখ সাদী বলেন, বিশ্বাস করুন, চ্যাটজিপিটি বেশ স্মার্ট। কিন্তু বিষয়টি এমন নয়। তবে এটা ঠিক, প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হউক। পরির মতো, তাই লিখেছি। তাহলে আমি এখন পরি পেতে পারি।

Manual3 Ad Code

এদিকে শেখ সাদীর এ পোস্ট নিয়ে দিনভর যখন নানা আলোচনা হচ্ছে, তখন ‘শেখ সাদী’র নাম উল্লেখ না করেই বিষয়টি স্পষ্ট করলেন চিত্রনায়িকা পরীমনি। এদিন রাত ৯টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওরে পরী মানে ডানাওয়ালা পরী, পরীমনি না।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code