প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘বয়স ৫০ হলো, এখন আর যাই করি বিচ্ছেদের পথে হাঁটব না’

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ
‘বয়স ৫০ হলো, এখন আর যাই করি বিচ্ছেদের পথে হাঁটব না’

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:
ভাঙা-গড়ার খেলায় টলিপাড়ায় ফের দুঃসংবাদের গুঞ্জন। ভালোবাসার মৌসুমে নাকি ঘর ভাঙছে টলি তারকা সম্রাট মুখোপাধ্যায় ও স্ত্রী ময়নার। এই জুটির বিচ্ছেদের গুঞ্জনে মূখর কলকাতার বিনোদন জগত।

ঘটনার সূত্রপাত সরস্বতী পুজার দিন। প্রতি বছর অভিনয়ের শিক্ষাকেন্দ্রে সরস্বতী পুজোর আয়োজন করেন সম্রাট ও ময়না। নিজের হাতে ঠাকুর পুজার সব ব্যবস্থাপনা করতে দেখা যায় ময়নাকে।

Manual4 Ad Code

তবে এ বছর ময়না উপস্থিত ছিলেন না। কেন অনুপস্থিত ময়না? অভিনেত্রীর স্বামী সম্রাট জানালেন, ময়না নাকি অসুস্থ।

এদিকে সরস্বতী পুজার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে তিনি লেখেন, ‘তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করেছো, আমি কেমন আছি। ঠিক বুঝলাম না কেন জিজ্ঞাসা করছ। আমি ভালো আছি, ছিলাম আর থাকব।’

Manual5 Ad Code

ময়না ও তার স্বামীর দু’জনের কথার অসংগতিতে দাম্পত্যে চির ধরার গুঞ্জন রটে। ভক্তরাও তাদেরকে নিয়ে নানা কানাঘোষা শুরু করে।

Manual6 Ad Code

সত্যিই কি আলাদা হচ্ছে এই তারকা দম্পতির পথচলা? ভারতীয় একটি সংবাদমাধ্যমের সেই প্রশ্নের জবাবে সম্রাট বলেন, ‘অবাক লাগছে, এই ধরনের কথা কেন ছড়াচ্ছেন সবাই! এক ফোঁটাও অশান্তি নেই আমাদের মধ্যে। সেদিন ময়নার শরীর ভালো ছিল না, তাই আসতে পারেনি। তার মানে এই নয় সে শয্যাশায়ী। হঠাৎ ওর অসুস্থতা নিয়ে কথা উঠতেই সমাজমাধ্যমে নিজের সুস্থতার কথা জানিয়েছে।’

Manual6 Ad Code

স্ট্যাটাস প্রসঙ্গে অভিনেত্রীর স্বামী বলেন, ‘এই মুহূর্তে ওর একটি ধারাবাহিক নাটক চলছে, হঠাৎ গভীর অসুস্থতার খবর রটলে তা মোটেই ভালো হবে না। তার মানে আমাদের বিচ্ছেদ হচ্ছে, এটা তো নয়।’

সম্রাটের কথায়, ‘২৩ বছর বিয়ের বয়স হয়ে গেল আমাদের। দুই ছেলে রয়েছে সংসারে। আমার বয়স ৫০-এর কাছাকাছি। অন্ততপক্ষে এই বয়সে আর যাই করি, বিচ্ছেদের পথে হাঁটব না। নতুন সংসার শুরু করার জোশ নেই আমার। আমি আর ময়না একে অপরের পরিপূরক হয়ে দিব্যি আছি।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code