প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘আমাদের মেয়েরা অদ্বিতীয়, তবে শৃঙ্খলা থাকা উচিত’

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ণ
‘আমাদের মেয়েরা অদ্বিতীয়, তবে শৃঙ্খলা থাকা উচিত’

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুশীলন থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন ১৮ নারী সিনিয়র ফুটবলার। এ নিয়ে টালমাটাল অবস্থা ছিল দেশের ফুটবলে। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার সাবিনা খাতুনদের বিদ্রোহের অবসানের কথা জানান। যদিও ফুটবলারদের কাছ থেকে এর নিশ্চয়তা পাওয়া যায়নি।

Manual2 Ad Code

সোমবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধন করতে আসা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পেয়ে সাবিনাদের নিয়ে অচলাবস্থার অবসানের কথা উঠে আসে। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘দক্ষিণ এশিয়ায় আমাদের মেয়েরা অদ্বিতীয়, এতে কোনো সন্দেহ নেই। তারা যে সাফল্য কুড়িয়ে এনেছে, তার স্বীকৃতিস্বরূপ একুশে পদক পাচ্ছে। তবে খেলাধুলায় শৃঙ্খলা থাকা উচিত।এ বিষয়টি দেখছে বাফুফে। এটি তাদের এখতিয়ার।’

বয়স বেশি দেখিয়ে হকির ফিটনেস টেস্টে ডাক পাননি রাসেল মাহমুদ জিমি। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এই বিষয়ে আমি অবগত নই। আগে ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করি। তারপর কথা বলতে পারব।’

Manual3 Ad Code

টানা ১৬ বার দেশের দ্রুততম মানবী শিরিন আক্তারের কোনো প্রতিদ্বন্দ্বী গড়ে ওঠেনি। এতে দেশের অ্যাথলেটিক্সের রুগনদশা ফুটে উঠেছে। বিষয়টি স্বীকার করে নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘জনবহুল দেশ হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অ্যাথলেটিক্সে বড় কোনো অর্জন নেই। প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় উঠে আসছে না। তাদের যে সুযোগ-সুবিধা দেওয়ার কথা, তা আমরা দিতে পারছি না। তবে আমরা স্পোর্টস ইনস্টিটিউট করছি। যেখান থেকে নতুন খেলোয়াড় উঠে আসবে।’

Manual4 Ad Code

ঢাকা জাতীয় স্টেডিয়াম সংস্কারের বিষয়ে তার সংযোজন, ‘ছয় বছর ধরে চলছে এই স্টেডিয়াম সংস্কারের কাজ। এই সময়ে আরও দুটি স্টেডিয়াম নির্মাণ করা যায়। এর মধ্যে প্রকল্পের সময় আরও একবার বাড়ানোর আবেদন করা হয়েছিল। আমরা তা নাকচ করে দিয়েছি। মাঠ বাফুফেকে বুঝিয়ে দিয়েছি। ফ্লাইডলাইটসহ বাকি কাজও মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। এই স্টেডিয়ামের পাশাপাশি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বাফুফেকে দেওয়া হয়েছে। এছাড়া নীলফামারী স্টেডিয়ামকেও ফুটবলের জন্য আন্তর্জাতিক মানের করা হবে।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code