প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নামাজি জীবনসঙ্গী খুঁজছেন আইশা খান

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০১:৪০ অপরাহ্ণ
নামাজি জীবনসঙ্গী খুঁজছেন আইশা খান

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
অভিনেত্রী আইশা খান তার অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, সৌন্দর্য ও শালীনতায় অল্প সময়েই ভক্তদের হৃদয় জয় করেছেন। শুধু সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে চরিত্র ও গল্প দেখে নাটক, ওয়েব সিরিজসহ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। বিনোদন জগতের মানুষ হলেও কাজ ব্যতীত অভিনেত্রীর ব্যক্তিগত জীবন কিংবা প্রেম নিয়ে কখনো কোনো গুঞ্জন শোনা যায় না।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইশা খান তার অভিনয়, ক্যারিয়ার, শৈশব, প্রেম ও বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

Manual8 Ad Code

নিজের প্রেম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, স্কুল লাইফ থেকেই আমি খুবই রাফ অ্যান্ড টাফ পার্সোনালিটি নিয়ে চলাফেরা করতাম। এটার জন্য হয়তোবা কেউ প্রপোজাল বা প্রেমের সাহসটা করতে পারেনি। আর যারা করেছেন, তাদের সঙ্গে হয়তো কথা বলেছি, বোঝার চেষ্টা করেছি, একটা সময়ে তাদের কোনো নির্দিষ্ট বিষয়ে চোখে পড়ার পর মনে হয়েছে, দুরত্ব বজায় রাখাই ভালো।

প্রেম না করলেও লাইফ পার্টনার হিসেবে কেমন পাত্র চান, সেটাও জানিয়েছেন আইশা খান। এক্ষেত্রে অভিনেত্রীর প্রথম পছন্দ- ছেলেকে অবশ্যই নামাজি হতে হবে।

Manual4 Ad Code

আইশা বললেন, লাইফ পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই প্রথমে যেটা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে- ছেলে নামাজি কি না। কারণ আমার মাঝেমধ্যে নামাজ একটু কম পড়া হয়। সেক্ষেত্রে আমার পার্টনারের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের গুণটা অবশ্যই থাকতে হবে।

নামাজ নিয়ে আইশার পরিবারও বেশ সচেতন। তাই নামাজের জন্যই অভিনেত্রীকে বাসায় মায়ের কাছে বেশি বকাঝকা শুনতে হয়।

এরপর আইশা নিজের পাত্রের আর কী কী গুণ থাকতে হবে জানিয়ে বলেন, ছেলেকে অবশ্যই ভালো ব্যবহার জানতে হবে। কারণ ভালো ব্যবহার-আচারণ আয়ত্তে আনতে সময়ের প্রয়োজন হয়। তাকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে। যিনি সবাইকে সম্মান করতে জানেন। এই দুইটা গুনের পাশাপাশি সে যদি একটু ট্রাভেল ফ্রিক হয় তাহলেই হবে। কারণ আমি ঘুরতে পছন্দ করি, আমার লাইফ পার্টনারও যদি কষ্ট করে একটু ঘুরতে পারে তাহলেই হবে। বাকিটুকু মানিয়ে নিতে পারব।

Manual2 Ad Code

অভিনেত্রী মনে হয় তার বিয়ে নিয়ে একটু বেশিই কৌতুহলী। জীবনসঙ্গী না খুঁজে পেলেও বিয়ের তারিখ কিন্তু ঠিক করে রেখেছেন। ২১ ডিসেম্বর বিয়ে করতে চান তিনি। তবে তারিখটা বললেও সালটা কিন্তু জানাননি তিনি।

Manual1 Ad Code

আইশা খান বলেন, ডিসেম্বর মাসে সবাই তো ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর বিয়ে করে। তাই আমি চিন্তা করেছি, আমার বিয়েটা ২১ ডিসেম্বর হবে। যদিও কোনো সাল, সেটা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। আগে পাত্র খুঁজে পাই, তারপর ২১ ডিসেম্বর বিয়ে করে নিব।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code