প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে যে কারণে জকিগঞ্জের আমিন ও বিয়ানীবাজারের আলীকে ধরলো পুলিশ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ণ
সিলেটে যে কারণে জকিগঞ্জের আমিন ও বিয়ানীবাজারের আলীকে ধরলো পুলিশ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে পৃথক অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। মহানগর পুলিশের অভিযানে আল আমিন ও জেলা পুলিশের হাতে আলী হোসেন আটক হন। তাদের উভয়ের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় দক্ষিণ সুরমা থানাপুলিশ। এসময় একটি পিকআপ থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে আল আমিন (২৯) নামের এক যুবককে আটক করা হয়।

Manual8 Ad Code

আল আমিন সিলেটের জকিগঞ্জ উপজেলার সহিদাবাদ গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। পরে তল্লাশি করে তার প্যান্টের পকেটে থাকা হেডফোনের বক্সের ভেতর থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকালে তার দায়িত্বে থাকা একটি পিকআপও জব্দ করা হয়।

Manual5 Ad Code

এদিকে, সিলেট জেলা পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার থানাপুলিশ সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই ইউনিয়নের মোহনপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় আলী হোসেন (৩৬) নামের এক ব্যক্তির লুঙ্গির কোমরের ভাঁজ হতে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আলী হোসেন বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের ফারুক আহমদের ছেলে।
আল আমিন ও আলী হোসেনকে আদালতে সোর্পদ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code