প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে যুবলীগ নেতার গ্রেপ্তার ঘিরে বিএনপির দুই পক্ষে মারামারি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে যুবলীগ নেতার গ্রেপ্তার ঘিরে বিএনপির দুই পক্ষে মারামারি

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন ডেভিড হান্ট এর অভিযানে যুব লীগ নেতাকে গ্রেফতারকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও অফিস ভাংচুরের ঘটনায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Manual3 Ad Code

২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত থেকে মধ্যনগর বাজার এলাকায় সভাসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় অপারেশন ডেভিড হান্ট এর অভিযানে মধ্যনগর উপজেলার বংশিকুন্ড দক্ষিন ইউনিয়নে ৯ নং ওয়ার্ড যুব লীগের সহ সভাপতি নিজানুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শহীদ মিয়ার দাবি গ্রেফতারকৃত মিজানুর রহমান বিএনপির রাজনীতি করতেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও অফিস ভাংচুরের ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় বাজার ও আশপাশের এলাকায় সভাসমাবেশ মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।

মধ্যগনর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সজিব রহমান বলেন, যুব লীগ নেতা গ্রেফতারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি অফিস ভাংচুর করে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। বাজারে পুলিশ মোতায়ন রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code