প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বৃষ্টিতে স্থবির জনজীবন, সিলেটে বন্যার আতঙ্ক

editor
প্রকাশিত মে ২০, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
বৃষ্টিতে স্থবির জনজীবন, সিলেটে বন্যার আতঙ্ক

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে মঙ্গলবার সকাল দিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে দেখা দিয়েছে অস্থিরতা। সকাল থেকে ভারী বৃষ্টির কারণে মহানগরের বেশ কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা গেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে সিলেটে মঙ্গলবার ভোর ৬টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৯ ঘন্টায় ১৮৪ মি.মি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সিলেট ও আশপাশের উপজেলাগুলোতে সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। এদিকে গেল কয়েকদিন ধরে সিলেটের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। যদিও বিপৎসীমার নিচে রয়েছে সব নদীর পানি। তবে ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ খবর পাওয়া গেছে। এতে সিলেটের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক চেপে বসেছে।

Manual7 Ad Code

সিলেটে সকাল থেকে বৃষ্টি হওয়ায় কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। অনেকেই বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা গেছে আবার আটকে পড়ছেন রাস্তায়।

Manual7 Ad Code

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাংলাদেশের অভ্যান্তরে ভারী নদনদীর পানি বৃষ্টির করণ হলেও তা বন্যার কারণ হবে না। সিলেট পার্শ্ববর্তী মেঘালয় ও আসামের ভারী বর্ষণ হলে সিলেট অঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোঃ সজিব হোসাইন জানান, আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code