প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে জব্দ আড়াই কোটি টাকার চোরাচালানে শাড়ি-ক্রিম-মাদক সবই আছে

editor
প্রকাশিত জুলাই ২০, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
সিলেটে জব্দ আড়াই কোটি টাকার চোরাচালানে শাড়ি-ক্রিম-মাদক সবই আছে

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত একাধিক অভিযানে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।
২০ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির বিভিন্ন টহল দল। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, সনপাপড়ি, সুপারি, চিনি, ফেনসিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত একাধিক নৌকা জব্দ করা হয়।

Manual2 Ad Code

এছাড়াও, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় লামাশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড এবং চা-পাতা আটক করে।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বিজিবির উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই বিপুল চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

Manual3 Ad Code

আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা। এসব মালামালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবি সূত্রে জানানো হয়।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code