নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বিপুল গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন সিলেটের বিমানবন্দর থানার ঘোড়ামারা গ্রামের আব্দুলি গণির ছেলে।
পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কোম্পানীগঞ্জ সড়কে কেওয়াছড়া এলাকায় চেকপোষ্ট পরিচালনা করছিলো বিমানবন্দর থানা পুলিশের একটি দল। চেকপোস্ট চলাকালে আনোয়ারকে আটক করে তল্লাসী চালালে তার কাছে পাওয়া যায় ৯০০ গ্রাম গাঁজা।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি, মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
Sharing is caring!