প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে প্রাক্তন স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুক-ইমোতে : স্বামী গ্রেফতার

editor
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ণ
সিলেটে প্রাক্তন স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুক-ইমোতে : স্বামী গ্রেফতার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিলেটে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।
শনিবার (৪ অক্টোবর) রাতে শাহপরান মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রোববার পাঠানো এক বিবৃতিতে র‌্যাব জানায়, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কাশিনগর এলাকার বাসিন্দা। ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর তার বিয়ে হয় সিলেটের শাহপরান (রঃ) থানার ধুলাই শাহী ঈদগাহ এলাকার আব্দুল হকের ছেলে সুহেল আহমদের (৪০) সঙ্গে। বিয়ের পর স্বামী নানা অজুহাতে ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। একপর্যায়ে নির্যাতনে অতিষ্ঠ হয়ে ভিকটিম তাকে তালাক দিয়ে বাবার বাড়িতে ফিরে যান।

তবে এরপরও সুহেল বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা দাবি করতে থাকে। টাকা না পেয়ে সে স্বামী-স্ত্রী থাকা অবস্থায় গোপনে ধারণ করা ভিকটিমের নগ্ন ও ব্যক্তিগত ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল শুরু করে এবং দুই লাখ টাকা দাবি করে। ভিকটিম এতে রাজি না হলে, ওই ছবি ও ভিডিও সম্পাদনা করে তাতে কুরুচিপূর্ণ ও অশ্লীল লেখা যোগ করে ফেসবুক ও ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

Manual8 Ad Code

ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে মূল আসামি সুহেল আহমদকে গ্রেফতার করে।

Manual7 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code