প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিআইডিতে যাচ্ছেন হারিছ চৌধুরীর মেয়ে

editor
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ণ
সিআইডিতে যাচ্ছেন হারিছ চৌধুরীর মেয়ে

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
মরদেহের ডিএনএ পরীক্ষার নমুনা দিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী সিআইডিতে যাচ্ছেন। আজ সোমবার তিনি রক্তের নমুনা দিতে সিআইডিতে যাবেন। এর আগে গত ১৬ অক্টোবর হারিছ চৌধুরীর লাশ উত্তোলন করা হয়।

Manual6 Ad Code

জানা গেছে, ২০২১ সালে ঢাকার সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর কি না, তা নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। হারিছ চৌধুরীর মেয়ের এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে লাশটি উত্তোলন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। ডিএনএ পরীক্ষার পর মরদেহটি হারিছ চৌধুরীর কি না, সেটি নিশ্চিত হওয়া যাবে।
নিশ্চিত হওয়ার পর তিনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তাই তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করাসহ তাকে দাফনের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।

এদিকে ডিএনএ নমুনার রক্ত দিতে আজ সিআইডিতে যাচ্ছেন হারিছ চৌধুরীর মেয়ে। তিনি নমুনা দেওয়ার পর হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code