প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারের সন্তান ব্যারিস্টার রাজ্জাক আর নেই

editor
প্রকাশিত মে ৪, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারের সন্তান ব্যারিস্টার রাজ্জাক আর নেই

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual7 Ad Code

রবিবার (৪ মে) বিকেলে তিনি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual7 Ad Code

তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে।

 

Manual5 Ad Code

আব্দুর রাজ্জাক ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি জানান, আব্দুর রাজ্জাক ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সেখানে আজ বিকেল ৪টা ১০ মিনিটে তিনি মারা যান।
উল্লেখ্য, জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক গত বছরের ২৬ ডিসেম্বর দীর্ঘ ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। দেশে ফিরে আবারও সক্রিয়ভাবে আইন পেশায় যুক্ত হন।
ব্যারিস্টার রাজ্জাক এক সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর তিনি দেশ ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে আইন লড়াই করেন।
যুক্তরাজ্যে অবস্থানকালে, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াত থেকে পদত্যাগ করেন। পরে ব্যারিস্টার রাজ্জাক ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) প্রধান উপদেষ্টা হন। তবে ক্ষমতার পালাবদলের পর ২০২৫ সালের ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি।
দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি একজন কোর্ট রুম ব্যারিস্টার। আমি আইন পেশায় থেকেই দেশের জন্য কাজ করতে চাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলে রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়ন দুটোই সম্ভব হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code