প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজার পৌরশহরের ফুটপাত অবশেষে দখলমুক্ত

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ণ
বিয়ানীবাজার পৌরশহরের ফুটপাত অবশেষে দখলমুক্ত

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজার পৌরশহরের ফুটপাত অবশেষে দখলমুক্ত করা হয়েছে। গত কয়েক দিন থেকে পৌর কর্তৃপক্ষের টানা প্রচারণা ও চেষ্টায় এ উদ্যোগ সফল হয়। শুক্রবার সকাল থেকে ফুটপাত উন্মুক্ত অবস্থায় দেখা যায়। একইসাথে যত্রতত্র সিএনজি অটোরিক্সা ও টমটম থামিয়ে যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে।

Manual7 Ad Code

 

বিয়ানীবাজার পৌরশহরের ব্যস্ততম প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অন্তত: ৩ শতাধিক ব্যবসা প্রতিষ্টান খোলা হয়। এসব প্রতিষ্টান থেকে নিয়মিত টাকা উত্তোলন করতো একটি সুবিধাভোগী পক্ষ।প্রতিদিন ২০-৩০টাকা হারে এই টাকা অবৈধভাবে আদায় করতেন তারা। বছরের পর বছর থেকে এ অবস্থা চলতে থাকলেও বিভিন্ন কারণে ফুটপাত দখল উচ্ছেদ করা সম্ভব হয়নি।

Manual5 Ad Code

বিয়ানীবাজার পৌরসভার প্রকৌশল বিভাগে কর্মরত আশরাফুল ইসলাম বলেন, কষ্ট হলেও উচ্ছেদ করার পর পথচারীরা রাস্তাগুলো দিয়ে শান্তিতে ও ভালোভাবে হাঁটতে পেরে খুশি হয়েছেন। এখানকার রাস্তা, ফুটপাত ও সড়ক এখন পরিষ্কার। তিনি বলেন, ফুটপাত দখল মুক্ত করার পাশাপাশি যত্রত্রত গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।

বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোড মোড় থেকে পোস্ট অফিসের রাস্তার মোড় পর্যন্ত নির্মিত দেয়ালকে কেন্দ্র করে হকাররা তাদের মালামাল নিয়ে বসতেন। এই দেয়ালের পাশে প্লাস্টিকের ছাউনি দিয়েও অনেক ক্ষুদ্র ব্যবসায়ী পসরা সাজাতেন। সেখানে সরজমিন কোন ব্যবসা প্রতিষ্টান নেই বলে দেখা যায়।

Manual6 Ad Code

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম বলেন, পৌরশহরকে যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। অনেকে ফুটপাত থেকে তাদের দোকানপাট সরিয়ে নিয়েছেন। তারপরও যারা আইন অমান্য করে ফুটপাত দখল করে রাখবেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code