প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পৌষের দুপুরে বিয়ানীবাজারের গড় তাপমাত্রা ২৫ ডিগ্রি

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
পৌষের দুপুরে বিয়ানীবাজারের গড় তাপমাত্রা ২৫ ডিগ্রি

Manual4 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

পৌষের শেষ দিকে সারাদেশে শীতের তীব্রতা বাড়লেও বিয়ানীবাজারে কিছুটা কম। রোববার (৫ জানুয়ারি) এখানে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন থেকে এ উপজেলায় গড় তাপমাত্রা ২৫ ডিগ্রী। তবে সন্ধ্যা ৭ টার পর এ তাপমাত্রা আরোও কিছুটা কমে।

Manual5 Ad Code

সন্ধ্যা ৬ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিয়ানীবাজারের তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রী।

উপজেলার মুড়িয়া ইউনয়নের নয়াগ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, আমি মাঠে ক্ষেতের কাজ করছি। সূর্যের তাপমাত্রা সকাল থেকে অনেক বেশি। সকাল ৯টার পর শরীরে আর শীতের কাপড় রাখা যাচ্ছে না।

Manual3 Ad Code

 

পৌর এলাকার অটোচালক নাসির হোসেন বলেন, পত্রপত্রিকায় দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় প্রচণ্ড শীত। অথচ আমাদের এলাকায় গত দুদিন থেকে সকাল ৭টা থেকে সূর্যের দেখা মিলছে। সেই সঙ্গে রোদের তাপমাত্রা অনেক বেশি। বেলা ১১টার পর শীতের পোশাক গায়ে রাখতে পারছি না।

 

Manual1 Ad Code

সিলেট আবহাওয়া অধিদপ্তরের উপ-সহকার আবহাওয়াবিদ অমর চন্দ্র তালুকদার বলেন, রোববার বিকেল ৩টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তারপর আবার হ্রাস পাবে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code