প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডাক্তার না লিখলেও চিকিৎসায় আইনী বাধা নেই ডিএমএফ ডিগ্রীধারীদের

editor
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ণ
ডাক্তার না লিখলেও চিকিৎসায় আইনী বাধা নেই ডিএমএফ ডিগ্রীধারীদের

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

Manual4 Ad Code

গত ২৬ ফেব্রুয়ারি এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না—মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের—এমন বিধান প্রশ্নে রুলের ওপর শুনানি শেষ হয়। একই দিনে ‘ডিএমএফ’ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার (Dr.) ব্যবহারকে কেন্দ্র করে আইনটির বৈষম্যমূলক প্রয়োগ নিয়ে এক যুগ আগে করা অপর রিটেরও শুনানি শেষ হয়।

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২৯(১) ধারার ভাষ্য, এই আইনের অধীন নিবন্ধন করা কোনো মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোনো নাম, পদবি, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করবেন না, যার ফলে তার কোনো অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে বলে কেউ মনে করতে পারে, যদি না তা কোন স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হয়ে থাকে। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ব্যতীত অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না।

তবে ডাক্তার না লিখলেও ডিএমএফ ডিগ্রীদারীদের চিকিৎসা প্রদানে কোন আইনী বাধা নেই। ডিএমএফ(DMF) মানে diploma in medical faculty।

Manual2 Ad Code

বর্তমানে ডিপ্লোমা চিকিৎসকরা ৩ বছর তাত্ত্বিক জ্ঞান এবং ১ বছরের ইন্টার্নিশিপের মধ্য দিয়ে দিয়ে ডিএমএফ ডিগ্রিটি অর্জন করেন। এবং কোর্স শেষে তাদের বিএমডিসি থেকে বৈধ রেজিষ্টেশন দেওয়া হয়। ডিএমএফ ডিগ্রীধারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাব এসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) হিসাবে দীর্ঘকাল ধরে সফলতার সাথে কাজ করে আসছেন। মূলত: দেশের উপজেলা এবং জেলা সদরের হাসপাতালগুলোতে তারাই চিকিৎসা প্রদানে সহজে এগিয়ে আসেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code