প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ গ্রেপ্তার

editor
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ণ
আ. লীগ নেতা তোফায়েল আহমেদ গ্রেপ্তার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
গাড়িবহরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের এক মামলায় নীলফামারীর ডোমারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

গ্রেপ্তার তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুলাভাই অধ্যাপক রফিকুল ইসলাম। নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থকদের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে সম্প্রতি ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয় বিএনপির পক্ষে। ওই মামলায় তোফায়েল আহমেদ নামীয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

ওই মামলায় ইতিমধ্যে প্রধান আসামি উক্ত আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code