ময়মনসিংহ প্রতিনিধি ও ভালুকা সংবাদদাতা:
ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- ময়না খাতুন, তার মেয়ে রাইসা আক্তার (৪), ও ছেলে মো. নিরব (২)।
নিহত ময়না খাতুন ওই এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, রোববার দিবাগত রাত কিংবা সোমবার ভোরে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
Sharing is caring!