প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

editor
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
কুমিল্লায় ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

Manual7 Ad Code

 

কুমিল্লা প্রতিনিধি:

 

কুমিল্লার দাউদকান্দিতে মো. মামুন (৩৮) নামের ২৩ মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত ১২টার দিকে দাউদকান্দির গৌরিপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

 

নিহত মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে। দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

পুলিশ জানায়, মামুনসহ আরও ৩ নারী রাতে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে বাসে ওঠেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর স্টেশনে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার (আল মামুন) ওপর হামলা করে। এসময় এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, মামুন গৌরিপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। আগে গত ২৪ ফেব্রুয়ারি রাত ৪টায় উপজেলার গৌরিপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেক পোস্ট চলাকালীন মামুনের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশিয় তৈরি মদসহ তাকে আটক হয়ে কারাগারে পাঠায়। পরে সে জামিনে বের হয়।

Manual6 Ad Code

ওসি জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মরদেহ পড়ে আছে। পরে মরদেহটি উদ্ধার করা হয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটির তদন্ত চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code