প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডাকসু নির্বাচন, ৮০ শতাংশ ভোট কাস্ট

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
ডাকসু নির্বাচন, ৮০ শতাংশ ভোট কাস্ট

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত গড়ে ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ তথ্য জানিয়েছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা।

Manual5 Ad Code

তিনি জানান, শহীদুল্লাহ হলে ৭৫ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৭৯ শতাংশ এবং অমর একুশে হলে ৭২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এছাড়া বিভিন্ন হলে ভোটগ্রহণের হার ছিল সন্তোষজনক। কবি জসীম উদদীন হলে মোট ১ হাজার ৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৬৪টি ভোট, যা ৮২ শতাংশ।

এছাড়া, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২১২টি ভোট, যা প্রায় ৬৯ শতাংশ। সূর্যসেন হলে মোট ১ হাজার ৫০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২৭৪টি ভোট, শতাংশে ৮৫। একইভাবে শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৩৫০টি ভোট, যা ৮৫ শতাংশ। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সার্বিকভাবে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে গণনা কার্যক্রম।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code