প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবককে অপহরণ, তরুণী গ্রেপ্তার

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ণ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবককে অপহরণ, তরুণী গ্রেপ্তার

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
শেরপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক যুবকেকে অপহরণের অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) শহরের কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি মো. জুবায়দুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

অপহৃত সুমন মিয়া (১৭) পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে। সে শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

Manual2 Ad Code

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার নিজ বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হন কৃষক মো. নজরুল ইসলামের ছেলে সুমন মিয়া। তিনি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী দুই-তিনজন যুবকের সহায়তায় সুমনকে অপহরণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়। রোববার রাতে অভিযুক্ত এক ব্যক্তি ও তার কলেজপড়ুয়া মেয়েকে (১৭) গ্রেপ্তার করে পুলিশ।

Manual5 Ad Code

নিখোঁজ কলেজশিক্ষার্থী সুমন মিয়ার বাবা মো. নজরুল ইসলাম জানান, ‘আমার ছেলেকে কী করেছে আল্লাহই ভালো জানে, আমি আমার ছেলেকে ফেরত চাই। আমার কলিজার ধনকে খুঁজে পাচ্ছি না। যেখানেই থাকুক আমার ছেলেকে আমি জীবিত উদ্ধার চাই।’

সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অপহৃত সুমনকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে। মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনের সবশেষ অবস্থান ময়মনসিংহে ছিল। তবে বর্তমানে তার ফোনটি বন্ধ আছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code