প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচনী দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চায় ফায়ার সার্ভিস

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ণ
নির্বাচনী দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চায় ফায়ার সার্ভিস

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
সম্প্রতি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এই বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছেন, যার অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়কালে জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোকে সহযোগিতা প্রদান এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিতকল্পে” জনবল ও সরঞ্জামাদি সর্বোতভাবে মোতায়েন থাকে। এজন্য ১৯ কোটি ৯ লাখ ৩৮ হাজার ১২০ টাকা বরাদ্দ দেওয়া প্রয়োজন।

Manual1 Ad Code

এই অবস্থায় মহাপরিচালক মোট ছয়টি খাত উল্লেখ করে ওই অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। খাতগুলো হলো— দৈনিক খোরাকি ভাতা, আপ্যায়ন ব্যয়, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনিহারি, ব্যবস্থাপনা ব্যয় এবং মেশিন ও সরঞ্জামাদি ভাড়া।

Manual1 Ad Code

এই মোট ছয়টি খাতের মধ্যে সবচেয়ে বেশি চাওয়া হয়েছে পেট্রোল ও লুব্রিকেন্ট খাতে, যার পরিমাণ ৭ কোটি ৪১ লাখ টাকা। নির্বাচনের বিভিন্ন বাহিনী ও সংস্থার নিয়োজিত লোকবলের ভাতা ও অন্যান্য ব্যয় পরিশোধ করে থাকে নির্বাচন কমিশন। কমিশন সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সবার কাছে বাজেট চেয়েছে এবং আলোচনার পর বাজেট অনুমোদন করবে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code