প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে মৃত্যু আওয়ামী লীগ নেতার

editor
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ণ
পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে মৃত্যু আওয়ামী লীগ নেতার

Manual6 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আওয়ামী লীগ নেতা কাজী মঞ্জুর মোর্শেদ রাজু মারা গেছেন। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, পুলিশের অভিযানের আশঙ্কায় তিনি দোতলার ছাদ থেকে নিচে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

Manual5 Ad Code

নিহতের ভাই কাজী শিপলু জানান, ওই সময় কোতোয়ালি থানা পুলিশের একটি দল রাজুর বাসায় যায়। পুলিশ সদস্যরা বাসার গেটে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাজু বাসায় নেই- এমন তথ্য পেয়ে ফিরে যান। তবে বিষয়টি না জেনে গ্রেপ্তারের আশঙ্কায় রাজু দোতলার ছাদ থেকে লাফ দেন। এ সময় বারান্দার সঙ্গে লেগে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে আহত অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual4 Ad Code

রাজুর স্ত্রী সাথী খাতুন দাবি করেন, গত কয়েক বছর ধরে তার স্বামী রাজনীতিতে সক্রিয় ছিলেন না। এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ ওই বাসায় গিয়েছিল।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code