প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

editor
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ণ
‘দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা বেলাল হোসেনের সাত বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেলাল হোসেন ও তার আরও দুই মেয়ে দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর)) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

Manual4 Ad Code

নিহত শিশুর নাম আয়েশা আক্তার (৭)। দগ্ধ ব্যক্তিরা হলেন বেলাল হোসেন (৫০) এবং তার দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। গুরুতর দগ্ধ অবস্থায় বীথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকাণ্ডে বেলাল হোসেনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দাহ্য পদার্থ ব্যবহারের কারণে মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে।

Manual2 Ad Code

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

Manual5 Ad Code

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

Manual2 Ad Code

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, আগুনে পুড়ে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code