প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঈদের আগেই বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

editor
প্রকাশিত মে ২২, ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ণ
ঈদের আগেই বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গাজীপুরে অবস্থিত দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাঁকশাল) ইতোমধ্যে এসব নোট ছাপানোর কাজ প্রায় শেষ করে এনেছে। নতুন এই নোটগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। এর পরিবর্তে ফিরে আসছে পূর্বের নকশা ও জুলাই অভ্যুত্থানভিত্তিক গ্রাফিতি।

সাধারণত প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে নতুন নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। তবে গত ঈদুল ফিতরে বঙ্গবন্ধুর ছবি সংযোজনকে কেন্দ্র করে নোট বিতরণে বিরতি দেখা যায়। এবার সেই বিরতি কাটিয়ে আবারও নতুন নোট ছাড়ার প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ‘ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসবে, এমন পরিকল্পনা নিয়েই কাজ করা হচ্ছে। ছাপার কাজ প্রায় শেষ। তবে কোন তারিখে কোন নোট বাজারে আসবে, তা এখনো নির্ধারণ হয়নি।’

Manual5 Ad Code

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, টাঁকশালে ২০ টাকার নোট ছাপানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং এটি আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের হাতে হস্তান্তর করা হবে। এর ঠিক পরের সপ্তাহে ৫০ ও ১০০০ টাকার নোট হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। নোটগুলো বাজারে ছাড়ার সময়সূচি নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ বিভিন্ন শাখায় এই নোট সরবরাহ করা হবে। এরপর তা ব্যাংকগুলোতে বিতরণ করা হবে। ঈদের ছুটি শুরুর আগেই সীমিত পরিমাণে নতুন নোট ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে চাহিদার তুলনায় এবারের নোট ছাপার পরিমাণ কিছুটা কম থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code