প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাবিতে আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ণ
জাবিতে আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল

Manual4 Ad Code

জাবি প্রতিনিধি:
পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কামরুল আহসান এ ঘোষণা দেন।

এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আয়োচনায় বসে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভিসি অধ্যাপক ড.মোহাম্মদ কামরুল আহসান বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করা হলো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদানের জন্য একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি তাদের জীবনমান উন্নয়নের জন্য ন্যায্য দাবিগুলো অন্তর্ভুক্ত করবে।

Manual4 Ad Code

কোটা বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীরা জানান, কোটাবৈষম্য নিয়ে দেশে একটি গণঅভ্যুত্থান হয়ে গেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার মতো একটি অযৌক্তিক কোটা থাকতে পারে না। পোষ্য কোটা বাতিল করায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিনন্দন জানাই।

Manual2 Ad Code

এর আগে মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে পোষ্য কোটা সংরক্ষণের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা বটতলা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন হল, কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code