প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘চিকনি চামেলি’ গানের সমালোচনায় শ্রেয়া

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ
‘চিকনি চামেলি’ গানের সমালোচনায় শ্রেয়া

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
বলিউডে নারী কণ্ঠ মানেই যেন শ্রেয়া ঘোষাল। সিনেমায় কণ্ঠে মাতান দর্শকদের, মান বাড়ান মুভির। মুখে মুখে ঘোরে সেই গানের কথা। তবে নিজের গান কি কখনও শোনা হয়? শুনলে কেমন লাগে? শ্রেয়া জানিয়েছেন ভালো লাগে। তবে সম্প্রতি ‘চিকনি চামেলি’ গানের জন্য অস্বস্তির কথাও শুনিয়েছেন বিখ্যাত এই গায়িকা।

Manual5 Ad Code

সম্প্রতি একটি সাক্ষাৎকারে গানটির সমালোচনা করে ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী শ্রেয়া বলেন, বলিউডে কিছু কিছু এমন গান তৈরি হয় যেখানে মেয়েদের একটি পণ্য হিসেবে ব্যবহার করা হয়। নারীদের আবেদনময়ী, বস্তুনিষ্ঠ করে দেওয়ার প্রবণতা থাকে। তবে সময়ের সঙ্গে অনেক সচেতন হয়েছি। কারণ অনেক ছোট ছোট শিশুদের এই গানের তালে তালে নাচ করতে দেখেছি।’

শ্রেয়া বলেন, ‘ছোট ছোট শিশুদের ‘চিকনি চামেলি’ গানের তালে তালে নাচ করতে দেখেছি। ওরা হয়তো কিছুই বোঝে না, কিন্তু আমার খুব লজ্জা লাগে। খুব বিব্রত বোধ করি যখন পাঁচ বা ছয় বছরের কোন শিশু এই গানের তালে তালে কাজ করে কিছু না বুঝেই।’

শ্রেয়া মনে করেন যদি এসব গান কোনো মেয়ে লিখত, তবে এমন পুরুষ ক্রেন্দ্রিক হতো না। গায়িকা বলেন, এই গানগুলি যদি কোনও মেয়ে লিখতেন তাহলে হয়তো অনেক বেশি সচেতন হয়ে লিখতে পারতেন, কিন্তু পুরুষ লেখকদের দ্বারা গানগুলি লেখার কারণে গানগুলির ভাষা অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই গানগুলির প্রভাব মানুষের মনে ভীষণভাবে প্রভাব ফেলে।

Manual5 Ad Code

শেষে নিজেও প্রতিজ্ঞা করে বসেন, শ্রেয়া চান না এমন গান গাইতে, ‘আমি কখনওই চাই না এমন কোনও গান বা ব্লকবাস্টার সিনেমার অংশ হতে।’

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code