প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওমানের সৈকতে কার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন রাশমিকা?

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ০১:০৯ অপরাহ্ণ
ওমানের সৈকতে কার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন রাশমিকা?

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন ভারতের দক্ষিণী সিনেমার সেনসেশন অভিনেত্রী রাশমিকা মান্দানা। উপলক্ষ্য ছিল তার জন্মদিন। উপ-সাগরীয় দেশ ওমানে জন্মদিন পালন করতে গিয়েছিলেন ভারতীয় এই তারকা। সুইমিং পুলের পাশে খাবারে মজে থাকা ছবিসহ বিচের পাশে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

Manual4 Ad Code

তবে এর একদিন পরই দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাও পোস্ট করেন বেশ কিছু ছবি। রাশমিকার পোস্ট করা ছবিগুলোর সঙ্গে হুবহু মিলে যায় সেই সব ছবির ব্র্যাকড্রপ। তারপর থেকেই নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেন। তাদের মনে হতে থাকে, জন্মদিনের ভ্যাকেশনে রাশমিকা গিয়েছেন তার চর্চিত ‘প্রেমিক’ বিজয়ের সঙ্গেই। একান্তে সময় কাটাচ্ছেন তারা।

Manual2 Ad Code

রাশমিকার মতো বিজয়ও সমুদ্র সৈকতে ছবি তুলে পোস্ট করেছেন। পিছনে নীল জলরাশি। ঢিলেঢালা আরামদায়ক অফ-হোয়াইট পোশাক পরেছিলেন তিনি। পরের ছবিতে ঘোড়া চালাতে দেখা যায় বিজয়কে। অন্য একটি ছবিতে সূর্যাস্তের দিকে তাকিয়ে অভিনেতা। এই সব দেখেই এক নেটিজেনের মন্তব্য, ‘রাশমিকার জন্মদিন পালন।’

Manual4 Ad Code

২০২৩ সাল থেকে শুরু হয়েছে রাশমিকা-বিজয়ের প্রেমের চর্চা। এক সাক্ষাৎকারে বিজয়কে নিয়ে রাশমিকাকে বলতে শোনা যায়, ‘বিজু আর আমি একসঙ্গে বড় হয়েছি। তাই আমি এখন যাই করি না কেন, তার সঙ্গে জুড়ে থাকে বিজু। যে কোনো কাজ করার সময়ই আমি তার মতামত নিই। ও আমাকে সবকিছুতেই এগিয়ে দেয়। তার মতামত জানায়। কোনটা ভালো, কোনটা নয়, সবই বলতে থাকে। আমার গোটা জীবনে এমনভাবে কাউকেই পাশে পাইনি। ওকে আমি ভীষণ ভীষণ সম্মান করি।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code