বিনোদন ডেস্ক:

Manual6 Ad Code

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন। গত ৪ বছর ধরেই সাদাত শাফি নাবিল নামের একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু এবার সেই সম্পর্কে ফাটল ধরেছে।


বছর দুয়েক আগে প্রকাশ্যে এসেছিল তাদের প্রেমের বিষয়টি। এবার দুজনের সম্পর্ক যে তিক্ততায় গড়িয়েছে, সেটিও সামনে আনলেন অভিনেত্রী। জানালেন রীতিমতো শনির দশা পার করছেন তিনি। অবশ্য শুধু এ এই প্রণয় বিচ্ছেদের কথাই নয়, এই অভিনেত্রী এখন শনির দশায় রয়েছেন- সেসব কথাও জানালেন। জানালেন একের পর এক খারাপ সময় পার করে এখন ক্লান্ত, বিধ্বস্ত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সামিরা খান মাহি বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রোল্ড হওয়া থেকে শুরু করে- আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া- সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে।’মাহি যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের প্রতি দুঃখও প্রকাশ করেছেন। বললেন, ‘আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।’

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলবো চোখের জলও শেয়ার করা যায়।’

Manual3 Ad Code

জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই লিখেছেন, ‘জীবন সবসময় পরিশ্রুত এবং নিখুঁত হয় না- এবং আজকে আমার কাছে এটাই সত্য।’

Manual7 Ad Code

এক বছরের বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে গিয়েছেন বলে জানিয়েছিলেন মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের। কথা বলা থেকে ভালো লাগা শুরু। এরপর প্রেম। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে নাবিলের সঙ্গে মাহির পরিচয়। চার বছর সম্পর্কের পর বিচ্ছেদের কথা জানালেন মাহি।

Manual8 Ad Code