প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: পিয়া বিপাশা

editor
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ
আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: পিয়া বিপাশা

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
মডেল ও অভিনেত্রী হিসেবে পথচলার শুরুতেই বেশ মুগ্ধতা ছড়িয়েছিলেন পিয়া বিপাশা। কিন্তু ক্যারিয়ার দীর্ঘায়িত করেননি। দেশের পাট চুকিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দেশটিতে বসে নিজের বিভিন্ন স্থিরচিত্র সামাজিকমাধ্যমে প্রকাশ করেন পিয়া। খোলামেলা পোশাকে দেখে তাকে নিয়ে সমালোচনায় মাতেন নেটিজেনরা। তবে এ নিয়ে মাথাব্যথা নেই পিয়ার। উল্টো সংবাদমাধ্যমকে জানালেন তার স্বামীই চান খোলামেলা পরুক পিয়া।

Manual1 Ad Code

তার কথায়, ‘আমি এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি। মডেলিং করছি। বিভিন্ন ব্যান্ডের সঙ্গে কাজ করছি। ব্যান্ডের ওরা যোগাযোগ করে। আমি ছবি তুলে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করি। সেখান থেকে আমি নিয়মিত টাকা পাই। মজার ব্যাপার হচ্ছে, ছবিগুলো কখনো আমার স্বামী তুলে দেয়, কখনো মেয়েও তুলে দেয়। সম্প্রতি আমি ক্যামেরা কিনেছি। লাইটিং ও এডিটিংয়ের কৌশল শিখেছি। আমার বাসায় স্টুডিও আছে। বেশির ভাগ ছবি স্টুডিওতে ওরাই তুলে দেয়। আবার কখনো ফটোগ্রাফার তুলে দেয়। ইনস্টাগ্রামে পোস্ট করার পর উল্টাপাল্টা মন্তব্য করার কারণে মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছি চার থেকে পাঁচ বছর। ফেসবুক পেজের মন্তব্যের ঘরও বন্ধ করে রেখেছি। কারণ, মানুষ আজেবাজে মন্তব্য করে। তারা বলে, কী কাপড় পরি, এসব কেমন পোজ, এসব…। তবে আমার হাজব্যান্ড অনেক খুশি। সে চায়, আমি খোলামেলা জামা পরি, এটা তার ভালো লাগে।’

Manual5 Ad Code

নিজের সব স্বপ্ন পূরণ হয়েছে পিয়ার। এরকম উল্লেখ করে বলেন, ‘আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না। অন্যদিকে আমার জামাই বেশ হিসেবি। সে শুধু নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চায়।’

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের এক নাগরিককে ভালোবেসে বিয়ে করেছেন পিয়া। তবে সারেননি আনুষ্ঠানিকতা। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা আছে তার।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code