প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অহনার সেই প্রাক্তনের নাম ফাঁস করলেন শামীম

editor
প্রকাশিত মে ৭, ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ণ
অহনার সেই প্রাক্তনের নাম ফাঁস করলেন শামীম

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:
দিন কয়েক আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেত্রী অহনা। তিনি বলেছিলেন, ‘আমার প্রাক্তন একটা জানো…য়া…র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’।

Manual5 Ad Code

অহনার সে সাক্ষাৎকার তুমুল ভাইরাল হয়। যা শুনে নেটিজেনদের অনেকে সন্দেহ পোষণ করেন অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে। তাদের ধারণা ছিল, অহনা নিশ্চয় শামীমকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন।

Manual2 Ad Code

ওই ভিডিওর মন্তব্যের ঘরে অনেকে শামীমের নামও লেখনে। যা নজরে আসেন অভিনেতার। ওই ভিডিওর মন্তব্যের ঘরেই বিষয়টি নিয়ে সরব হন তিনি। শামীম জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন তাকে চেনেন বলেও জানান।

শামীম লেখেন, ‘সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সে যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলব না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার।’

Manual8 Ad Code

এবার অহনার সেই প্রক্তনের নামও জানালেন শামীম। গতকাল মঙ্গলবার শামীমের বিরুদ্ধে শুটিং সেটে মাদক সেবন এবং ধর্ষণের হুমকির অভিযোগ করেন অভিনেত্রী প্রিয়াংকা। ওইদিন এক সংবাদসম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন শামীম। সেখানেই নাম প্রকাশ করেন অহনার প্রাক্তনের।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘অহনা তো নামটা বলতে পারেনাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সাথে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সাথে (অহনা) সম্পর্ক টেকে নাই।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code