প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বুবলীর সুসময়

editor
প্রকাশিত মে ৯, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
বুবলীর সুসময়

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সময়টা দারুণ যাচ্ছে তার। বিগত বছরের তুলনায় এবার ঈদুল ফিতরে সিনেমা নিয়ে দর্শকের উন্মাদনা ছিল অনেকটাই বেশি। মুক্তি পাওয়া হাফ ডজন সিনেমার মধ্যে অনেক সিনেমা নিয়েই দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ঈদে সাড়াজাগানো একটি ছবি সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’। এক মাস হলো ছবিটি মুক্তির। এখনও প্রেক্ষাগৃহে চলছে ‘জংলি’, দর্শকেও ভর্তি প্রেক্ষাগৃহের অন্দর।

এদিকে মুক্তির মাসখানেক পর জংলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া জানিয়েছে সিনেমাটি টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস সেল ৫ কোটি ২ লাখ টাকা। পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটিকে সুপারহিট দাবি করে ব্লকবাস্টার হিটের পথেও বলে দাবি করেছেন। আর এর মাঝেই জানা গেল নতুন আরেকটি সুখবর। আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শবনম বুবলী অভিনীত সিনেমা পিনিক। জানা গেছে, খল চরিত্রে ভিন্নরূপে হাজির হতে যাচ্ছেন এ অভিনেত্রী। জাহিদ জুয়েলের পরিচালনায় বুবলীর সঙ্গে ছবিতে রয়েছেন আদর আজাদ, তাদের এটি তৃতীয় একসঙ্গে কাজ। প্রতিশোধের গল্প, থ্রিলার ধাঁচ ও মনস্তাত্ত্বিক সাসপেন্সে ঠাসা ছবিটি দর্শকের মনে উত্তেজনা জাগাবে বলেই ধারণা। ছবির গল্প লিখেছেন আখিউজ্জামান মেনন।

 

Manual2 Ad Code

এদিকে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শৈশবের একটি মজার ও ব্যক্তিত্বঘন দিক তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমি ছোটবেলায় একটু উপদেষ্টা টাইপের ছিলাম। সবাইকে উপদেশ দেওয়া, সমস্যার সমাধান বের করাÑ এসব করতে খুব পছন্দ করতাম।’ এক টকশোয় এসে উপস্থাপকের প্রশ্নের উত্তরে বুবলী স্মৃতিকাতর হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি স্কুল-কলেজে গার্লস শিফটে ছিলাম। তাই ছোটবেলায় ছেলে বন্ধুর সঙ্গে দুষ্টুমি করা হয়নি। তবে স্কুল-কলেজের গেটে ফুল হাতে অনেকেই এসে অপেক্ষা করত। তাদের ডাকে কখনও সাড়া দিয়েছিলেন কি না- জানতে চাইলে বুবলী বলেন, আমি নিজে তো সাড়া দেইইনি। এক্ষেত্রে বান্ধবীদেরও নিষেধ করতাম। এ কারণে অনেক বান্ধবী বুবলীর ওপর বেশ বিরক্ত হতেন বলেও জানান তিনি।

বুবলীর এই ছোটবেলার উপদেষ্টা হয়ে ওঠার গল্প প্রমাণ করে যে, একটি ব্যক্তিত্বের শেকড় খুব ছোটবেলা থেকেই গড়ে ওঠে। অভিনয়ের বাইরে তার এই আন্তরিক ও সহানুভূতিশীল স্বভাব ভক্তদের আরও একধাপ কাছে টেনে নিয়েছে। সম্প্রতি নতুন বিজ্ঞাপনের মডেল হয়েছেন চিত্রনায়িকা বুবলী। কোহিনূর কেমিক্যাল কোম্পানির তিব্বত লাক্সারি সোপের মডেল হয়েছেন তিনি।

Manual7 Ad Code

বুবলী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের তারকাশিল্পীরা অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেন। আমাদের দেশের তারকারাও তা-ই করেন। তবে পণ্যের মডেল হিসেবে কাজ করার আগে এর গুণগতমান জেনে-বুঝে আমি কাজ করি। একজন শিল্পী হিসেবে ভালো পণ্যের প্রসারে আমার দায়বদ্ধতা আছে। পণ্য সম্পর্কে সব জেনে-শুনেই তা দর্শকের সামনে উপস্থাপন করি। আর তিব্বত লাক্সারি সোপ সম্পর্কে ক্রেতারা আগে থেকেই জানেন। আর তিব্বতের বিজ্ঞাপন খুব সুন্দর হয়। তাই আগ্রহ নিয়ে মডেল হয়েছি। আশা করছি, বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।

Manual7 Ad Code

এদিকে কিছুদিন আগে বুবলী তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’-এর ঘোষণা দিয়েছে। আগামী কোরবানির ঈদে তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত নাটক প্রচারে আসবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code