প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্পষ্ট করে বলতে চাই, আমি অসুস্থ প্রতিযোগিতায় নেই : অপু

editor
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ণ
স্পষ্ট করে বলতে চাই, আমি অসুস্থ প্রতিযোগিতায় নেই : অপু

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেসবুকে তার নব্বই লাখের বেশি অনুসারী। তাই এখানেই নিজের ভক্তদের প্রতিনিয়ত কাজের আপডেট ও ব্যক্তিজীবনের খবরাখবর দিয়ে থাকেন তিনি। এবার এক পোস্টের মাধ্যমে স্পষ্ট জনালেন, কোনো অসুস্থ প্রতিযোগিতায় তিনি আর নেই। ১৫ জুন বিশ্ব বাবা দিবস উপলক্ষে এমন পোস্ট দেন এই নায়িকা।

Manual6 Ad Code

বাবা দিবসের দিন রাতে শাকিব খান ও সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে অপু লিখেছেন, ‘প্রিয় ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি, আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সঙ্গে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি— তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে একধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই— হাজারো কাজ, পরিকল্পনা, এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা।’

এরপর তিনি নতুন করে কোনও কিছু আর প্রমাণ করতে চান না জানিয় লিখেন, ‘আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সময় দেই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি—এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারো ‘অস্বস্তি’ তৈরি হলে, সেটার দায় আমার নয়। আমি অনেকদিন ধরেই দেখছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই—আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই।’

Manual5 Ad Code

এরপর সম্মান অর্জন করা নিয়ে তিনি আরও লিখেছেন, ‘সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন—আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই। ভালোবাসা অমলান থাকুক।’

Manual1 Ad Code

চিত্রনায়িকা অপু বিশ্বাস তার এই পোস্ট যে আরেক নায়িকা শবনম বুবলীকে উদ্দেশ করেই দিয়েছেন তা সবারই জানা। চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে প্রায়ই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন এই দুই নায়িকা। কারণ, এই দুজনই শাকিবের সন্তানের মা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code