প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মনে হলো, বিছানায় কেউ যেন আমাকে চেপে ধরছে : সোনাক্ষী

editor
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০৫:০৮ অপরাহ্ণ
মনে হলো, বিছানায় কেউ যেন আমাকে চেপে ধরছে : সোনাক্ষী

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:

সোনাক্ষী সিং ভূতের ভয়ে কাঁপছেন! এমনও ঘটতে পারে? তবে ঘটেছে। ভোট চারটার সময় আধো ঘুমে থাকা অভিনেত্রীর সঙ্গে ঘটে গিয়েছিল এমন কিছু যা শুনলে চমকে উঠতে বাধ্য।

 

এই ঘটনার আগে সোনাক্ষী ভূতে ভয় পাওয়া দূরের কথা, বিশ্বাস পর্যন্ত করতেন না। কিন্তু একটি রাত আমূল বদলে দিয়েছে তার জীবন। অভিনেত্রী শুটিং সেরে বাড়িতে ফিরেছেন। প্রচণ্ড ক্লান্ত। বালিশে মাথা ঠেকাতেই গাঢ় ঘুমে আচ্ছন্ন। মাঝরাতে ভয়ানক অস্বস্তিতে ঘুম ভেঙে গিয়েছিল তার।

আধো ঘুম আধো জাগরণে তিনি। সেই অবস্থাতেই বুঝতে পারছেন, কেউ যেন চেপে ধরেছে তাকে। নড়তে চড়তে পারছেন না। এদিকে ঘেমেই চলেছেন। চোখ খুলে দেখার সাহসটুকুও করতে পারছেন না।

বহুক্ষণ পর্যন্ত সেই স্পর্শ জেঁকে ধরেছিল অভিনেত্রীকে। তবে কিছুক্ষণ পরই স্বাভাবিক বোধ করতে শুরু করলেন। চোখ খুলে দেখলেন, পাশে কেউ নেই। তাহলে এতক্ষণ কে তাকে চেঁপে ধরেছিল?

Manual6 Ad Code

 

এমন প্রশ্ন মাথায় নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েন সকালে। সারাদিন কাটান শুটিংস্পটে। এরপর রাতে আবারও বাড়ি ফিরেন। বাড়ির দরজা খুলেই অভিনেত্রী চেঁচিয়ে বলেন, “কেউ যদি থাকেন তা হলে চলে যান। এভাবে ভয় দেখাবেন না। একান্ত কথা বলতে হলে স্বপ্নে দেখা দাও। এভাবে আসার দরকার নেই।”

Manual8 Ad Code

এরপর সেদিন সারারাত তার ঘরে আলো জ্বলেছিল। তবে আগের রাতের মতো ভয়ানক কোনো অভিজ্ঞতার মুখে আর পড়তে হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারেই সেই গল্প জানান বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code