প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শাকিবের আসন্ন সিনেমাটি ‘কালা জাহাঙ্গীরে’র জীবনী নয়, দাবি প্রযোজকের

editor
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫, ০১:০৩ অপরাহ্ণ
শাকিবের আসন্ন সিনেমাটি ‘কালা জাহাঙ্গীরে’র জীবনী নয়, দাবি প্রযোজকের

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:
সুপারস্টার শাকিব খানকে নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদের নতুন সিনেমা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, এটি শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে।

Manual3 Ad Code

তবে এবার প্রযোজক শিরিন সুলতানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এই খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রযোজক বলেন, ‘আমাদের সিনেমাটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নয়। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে গড়ে তোলা একটি মৌলিক গল্প। যেখানে থাকবে ক্রাইম, রোমান্স, অ্যাকশন, ইমোশন আর পারিবারিক নাটক—সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ সিনেমা।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, শাকিব খান ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নামে কালা জাহাঙ্গীরের জীবনীভিত্তিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। গণমাধ্যমেও এই তথ্য উঠে আসে। কিন্তু প্রযোজক বলেন, ‘আমাদের প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড কিংবা পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে কোথাও এমন দাবি করা হয়নি।’

তিনি আরও অনুরোধ জানান, ‘অফিশিয়াল বিবৃতি ছাড়া অন্য কোনো তথ্যকে বিশ্বাস না করতে দর্শকদের অনুরোধ করছি। গুলিস্তান থেকে গুলশান—সব শ্রেণির দর্শকের জন্যই সিনেমাটি নির্মিত হচ্ছে।’

নতুন সিনেমাটির নাম এখনও প্রকাশ করা হয়নি। পরিচালক জানিয়েছেন, আগস্টে সিনেমার অফিসিয়াল নাম এবং নতুন চমক উন্মোচন করা হবে।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্যে কাজ করেছেন মেজবাহ ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আগামী নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শাকিব খানের বিপরীতে কে থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

Manual6 Ad Code

এর আগে পরিচালক আবু হায়াত মাহমুদ নাট্য নির্মাতা হিসেবে কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সে সময় অভিনেতা মোশাররফ করিম ও শরিফুল রাজ-এর নাম উঠে আসে। রাজধানীর মগবাজারে একটি সংবাদ সম্মেলনও হয়। তবে এরপর দীর্ঘ সময় কোনো খবর পাওয়া যায়নি।

Manual5 Ad Code

হঠাৎ করেই শাকিব খানের সঙ্গে নির্মাতার নতুন সিনেমার খবর প্রকাশ পেলে বিষয়টি নিয়ে আগের পরিকল্পনার সাথেই সংযুক্ত করে গুঞ্জন ছড়ায়—যা এবার সরাসরি নাকচ করলেন প্রযোজক।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code