প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মার্কিন পপ তারকা রিহানা মা হলেন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ণ
মার্কিন পপ তারকা রিহানা মা হলেন

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :
৩৭ বছর বয়সি মার্কিন পপ তারকা রিহানা কন্যাসন্তানের মা হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের এ সুসংবাদ জানান তিনি।

Manual8 Ad Code

সেই পোস্টে নবজাতককে কোলে নেওয়া একটি ছবি এবং শিশুর জুতার আরেকটি ছবি শেয়ার করেন এ পপ তারকা। এরপর ক্যাপশনে লেখা হয়— রকির নাম, জন্মতারিখ (১৩ সেপ্টেম্বর) এবং দেওয়া হয় একটি ফিতার ইমোজি।

Manual5 Ad Code

রিহানা ও র্যাপার এএসএপি রকি দম্পতির ঘর আলো করা কন্যার নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স। এটি তাদের তৃতীয় সন্তান। এর আগে ২০২৩ সালের সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় রিহানা দ্বিতীয় সন্তানের খবর দেন। ওই বছরই জন্ম নেয় তাদের কন্যাসন্তান রায়ট রোজ। প্রথম সন্তান আরজেডএ জন্ম নেয় ২০২২ সালের মে মাসে।

Manual7 Ad Code

এর আগে এ দম্পতি ২০২৪ সালের মে মাসে মেট গালা অনুষ্ঠানে প্রথমবার জানান তারা নতুন অতিথির অপেক্ষায় আছেন। সেই সময় রিহানা এসেছিলেন পিনস্ট্রাইপ পোশাক ও বড় টুপি পরে। রকি, যিনি অনুষ্ঠানের সহসভাপতি ছিলেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, মার্কিন পপ তারকা রিহানা ও র্যাপার এএসএপি রকি ২০২০ সালে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। এরপর থেকে ক্যারিয়ারের পাশাপাশি পরিবারকেও সময় দিয়ে যাচ্ছেন তারা। নবমবারের মতো গ্র্যামি বিজয়ী রিহানার রয়েছে বিলবোর্ড হট ১০০ তালিকায় ১৪টি নাম্বার ওয়ান সিঙ্গেল। এর পাশাপাশি ২০১৭ সালে তিনি চালু করেন তার জনপ্রিয় বিউটি ব্র্যান্ড ফেন্টি বিউটি। অন্যদিকে রকি ২০১১ সালে এএসএপি মবের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন। ২০১৩ সালে তার প্রথম অ্যালবাম বিলবোর্ড ২০০ চার্টে এক নম্বরে ওঠে। তিনি দুটি গ্র্যামি মনোনয়ন পেয়েছেন এবং সম্প্রতি স্পাইক লির ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তবে মেয়ের জন্ম নিয়ে অতিরিক্ত কোনো তথ্য এখনও শেয়ার করেননি এই দম্পতি। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন রিহানা ও রকিকে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code