প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আসিফের গানের মডেল সেই ভাইরাল সিঁথি

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪, ০২:৫০ অপরাহ্ণ
আসিফের গানের মডেল সেই ভাইরাল সিঁথি

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরপর দুইটি ঘটনায় ভাইরাল হন ফারজানা সিঁথি নামের এক তরুণী। আন্দোলনে দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন তোলার জন্য তার প্রতিবাদী রূপের প্রশংসা করেন অনেকে।

 

এরপর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও ফের আলোচনায় আসেন সিঁথি। তবে এবার নেতিবাচক অর্থেই ভাইরাল হন এই তরুণী। সেই ঘটনায় দুঃখও প্রকাশ করেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই তরুণী সম্প্রতি বিয়ের সাজে নতুন করে আলোড়ন সৃষ্টি করেন। এরপরই এবার সিঁথির দেখা মিলল, বাংলা গানের যুবরাজখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে।

 

এই গায়কের নতুন একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি। যেখানে তার বিপরীতে রয়েছেন শেখ সাদী। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ। যেখানে তার পাশে দেখা মিলেছে সিঁথি ও সাদীর।

 

আসিফ আকবরের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। গানের কথাগুলো এমন- ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাড়া আজ সব অচেনা।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

এ বিষয়ে আসিফ আকবর বলেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে।গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।’

Manual7 Ad Code

তিনি আরো বলেন, ‘নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবেন স্নেহের সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।’

এদিকে ফেষবুকে সিঁথির সঙ্গে ছবি পোস্ট করার পর নেটিজেনদেরও নানা মন্তব্যে বিদ্ধ হচ্ছেন আসিফ। সেসবের দারুণ কিছু জবাবও দিয়েছেন তিনি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code