প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এবার অভিনয় শুরু করছেন সেই ডা. সাবরিনা

editor
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ণ
এবার অভিনয় শুরু করছেন সেই ডা. সাবরিনা

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:
করোনার সময় আটক হয়েছিলেন ডক্টর সাবরিনা। ভুয়া করোনা রিপোর্টসহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেগুলো বিচারাধীন। জামিনে ছাড়া পাওয়ার পর নানা কারণে আলোচনায় সাবরিনা।
পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি। বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু তাই নয় শোবিজের নানা অনুষ্ঠানেও ইদানীং তাকে দেখা যায়। নতুন খবর হলো, এবার নাটকের দেখা যাবে ডা. সাবরিনাকে।

Manual8 Ad Code

সম্প্রতি ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

Manual7 Ad Code

অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা। নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

Manual4 Ad Code

 

১৫ বছর আগে জনপ্রিয় মডেল তারকা, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা। এরপর পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় অভিনয়ে সময় দিতে পারেননি। অবশেষে আবারও দাঁড়ালেন ক্যামেরার সামনে।

 

Manual2 Ad Code

এ প্রসঙ্গে ডা. সাবিরনা বলেন, আমি যেকোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি। অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়ে যেভাবে অভিনয় করতে বলেছেন আমি সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি। কেমন করেছি তা অবশ্য নাটকটি প্রচারের পর দর্শকই ভালো বলতে পারবেন।

তিনি আর লেঞ্জিং এ জায়গাটা নতুন করে বুঝার চেষ্টা করছি। শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code