প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্বামী হিসেবে শাহরুখ কেমন জানালেন গৌরী

editor
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ণ
স্বামী হিসেবে শাহরুখ কেমন জানালেন গৌরী

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:
বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান, একে অন্যকে মন দিয়েছিলেন বহু বছর আগে। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করেননি তারা। কিছুদিনের মধ্যেই লুকিয়ে বিয়ে করেছিলেন এই জুটি। রাজকীয় আয়োজন ছিল না, আইনি মতে সংসার পাতেন গৌরী-শাহরুখ। পরবর্তীতে অনুষ্ঠান হয়।

সেই থেকে শুরু পথচলা। শাহরুখের তখন মাথার ওপর ছাদও ছিল না। তিলে তিলে নিজেদের সংসার গুছিয়ে নিয়ে ছিলেন এই দম্পতি। আজও তারা একসঙ্গেই সংসার করছেন।

তবে তাদের এই সম্পর্কে কম ঝড় ওঠেনি। তবুও কখনও অন্দরমহলের ভিতরের খবর সামনে আসতে দেননি তারা।

সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন গৌরী খান। সেখানেই গৌরী শাহরুখকে নিয়ে মুখ খুললেন। সে সময় করণ জোহর প্রশ্ন করেছিলেন, স্বামী হিসেবে শাহরুখ কেমন?

Manual5 Ad Code

এর জবাবে গৌরী বলেছিলেন, শাহরুখ খান ভীষণ সহজ মানুষ। শাহরুখ খানকে যা দেওয়া হয় তিনি তাই খেয়ে নেন। নুন ছাড়া রান্না হলেও চলে। কিং খানের এটাই যে একমাত্র সুঅভ্যাস এমন নয়, তিনি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারেন। ‘আমি শাহরুখ, সেই দম্ভটা ওর নেই’।

Manual8 Ad Code

গৌরী জানান, শাহরুখকে নিয়ে খুব একটা ভাবতেই হয়নি তাকে। যার ফলে শাহরুখের সঙ্গে তার সংসার করাটা কখনই চ্যালেঞ্জের ছিল না। গৌরী খান সেই তকমাটা কিং খানকে দিলেন। যেখানে গিয়ে শাহরুখকে নিয়ে ধৈর্য হারানো তো দূরের কথা, বরং তিনি শাহরুখকে নিয়ে একপ্রকার গর্ব করলেন। তিনি যা করে দেন, তাই খান, যেভাবে চালান, কিং সেভাবেই চলেন।

Manual7 Ad Code

প্রসঙ্গত, রোম্যান্সের কিং একাধিকবার একটা প্রশ্নের মুখোমুখি হন, এত নারীর মনে বছরের পর বছর ধরে তিনি কীভাবে রাজত্ব করছেন? উত্তরে শাহরুখ খান জানিয়েছিলেন, মহিলাদের সম্মান করাই হচ্ছে একমাত্র টিপস। তারা কেবল ওটুকু পেলেই খুশি, এমনও দাবি করেন কিং।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code