প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মেহজাবীনকে নিয়ে গোপন তথ্য দিলেন ফারিণ

editor
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ০৪:২২ অপরাহ্ণ
মেহজাবীনকে নিয়ে গোপন তথ্য দিলেন ফারিণ

Manual3 Ad Code

 

বিনোদন ডেস্ক:

Manual6 Ad Code

সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। পর্দায় দুজনের দাপটই এখন সমানতালে। সিনেমা, ওটিটি ও নাটকে তাদের বিচরণ দর্শকের মনে জায়গা করে নিয়েছে; সফলতার শীর্ষে অবস্থান করছেন দুজনই। কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং একে অপরের মাঝে সম্মান ও ভালোবাসা বজায় রেখে নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছেন তারা।

Manual4 Ad Code

 

কাজের বাইরে ব্যক্তিগত জীবনে মেহজাবীন ও ফারিণের একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। মাঝে মাঝেই একইসঙ্গে নানান দেশে ঘুরতে বের হন তারা। তা সামাজিক মাধ্যমে দৃষ্টিগোচরও হয়েছে অনেকের।

Manual2 Ad Code

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহজাবীন-ফারিণ। সেখানে এক দ্বৈত বক্তব্যে নিজেদের সম্পর্ক, একসঙ্গে কাটানোর অভিজ্ঞতা নিয়ে নানান কথা ভাগ করে নেন দুই অভিনেত্রী। এ সময় গল্পে গল্পে মেহজাবীনকে নিয়ে এক গোপন তথ্য ফাঁস করে দেন ফারিণ! সেটি অবশ্য মেহজাবীন স্বীকারও করে নেন।

 

ফারিণ বলেন, ‘মেহজাবীন আপু কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট, এটা কি কেউ জানে কি না, জানি না। উনি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করেন, এবং ওনার পারসেল আসে প্রতিদিনই।’

 

বক্তব্যে দুজনে অনেক স্বচ্ছন্দ-স্বতস্ফুর্ত অবস্থাতেই ছিলেন, ফারিণের এ কথা শুনে মেহজাবীন হাসতে থাকেন। একমত প্রকাশ করে মেহজাবীন বলেন, ‘হ্যাঁ এটা ভেরি ভেরি ট্রু। আমার এধরণের একটা “সুস্থ অ্যাডিকশন” আছে।’

Manual5 Ad Code

মেহজাবীন বলেন, ‘আমি শপিং পছন্দ করি, এবং শুধু নিজের জন্যই না, নিজের ফ্যামিলির জন্য, বন্ধুর জন্য সবার জন্যই মনে হয় ভালো কিছু দেখলে অবশ্যই কিনতে ইচ্ছা করে। তো ফারিণ দেখেছে, আমি কি কি কিনি। আমরা ট্রিপে একটা ফাঁকা লাগেজ নিয়ে যাই, শুধুমাত্র কেনাকাটা করে, অনলাইন থেকে কিনে ওইটাকে আবার নিয়ে আসি।’

উল্লেখ্য, মেহজাবীন বর্তমানে ব্যস্ত রয়েছেন তার ‘প্রিয় মালতী’ নিয়ে। ছবিটি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ট্যুরে রয়েছে। এদিকে ফারিণের হাতে রয়েছে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। সব মিলিয়ে দেশের জনপ্রিয় এই দুই অভিনেত্রী সমানতালেই নিজেদের ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code