প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অস্কারের দৌড়ে এগিয়ে পাকিস্তানের সাড়া জাগানো অ্যানিমেটেড সিনেমা

editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
অস্কারের দৌড়ে এগিয়ে পাকিস্তানের সাড়া জাগানো অ্যানিমেটেড সিনেমা

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:
বাবার সাথে কাঁচের দোকানে কাজ করেন ছেলে ভিনসেন্ট। খুব সুন্দরভাবেই যাচ্ছিলো বাবা-ছেলের দিনগুলো। হঠাৎ তাদের ছোট্ট শহর যুদ্ধে আক্রান্ত হয়। শহরকে রক্ষা করার জন্য আসে সেনাবাহিনী এবং এর দায়িত্ব দেওয়া হয় কর্ণেল টনি জাওয়ার্দকে। তার সাথে সেখানে আসে তার সুন্দরী মেয়ে এলিজ। খুব চৎকার বেহুলা বাজাতেন এলিজ। তা দেখে মুগ্ধ হন ভিনসেন্ট। একটা সময় তারা একে অপরের প্রতি আকৃষ্ট হন এবং তা গড়ায় ভালোবাসায়। তবে সমাজ তাদের ভালোবাসাকে অস্বীকৃতি জানাতে থাকে- এভাবেই এগোতে থাকে অস্কাররে দৌড়ে থাকা পাকিস্তানের প্রথম হাতে আঁকা অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘দ গ্লাসওয়ার্কার’-এর কাহিনী।

প্রায় ১৪০০ কাট এবং আড়াই হাজার ড্রয়িংয়ে সিনেমাটি নির্মাণ করেছেন উসমান রিয়াজ। এটি নির্মাণ করতে লেগেছে ১০ বছর। নিপুণ চিত্রাঙ্কণে ভালোবাসা গল্প তুলে ধরায় মুক্তির পর থেকেই বেশ সাড়া জাগিয়েছে সিনেমাটি। নিজের সিনেমাকে অস্কারের মতো এতো বড় আসরে তুমুল প্রতিযোগিতা করতে দেখে বেশ উচ্ছ্বসিত নির্মাতাও।

‘এটি পাকিস্তানি অ্যানিমেশন সিনেমাকে বশ্বিমঞ্চে নিয়ে গেছে এবং আমরা খুবই রোমাঞ্চিত’- লন্ডনে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই নিজের অনুভূতি তুলে ধরেন উসমান রিয়াজ।

Manual3 Ad Code

কম্পিউটার দ্বারা তৈরি অ্যানিমেশন মুভির চেয়ে এর নির্মাণ শৈলী ভিন্ন এবং এটি নির্মাণেও অনেক সময় লাগে। এ সম্পর্কে রিয়াজ বলেন, ‘২০১৪ সালে ২৩ বছর বয়সে এটি আমি শুরু করি। আমরা লোকদের ৬ বছর ধরে ট্রেনিং দিই। পাকিস্তান আগে কখনোই এমন ধরনে সিনেমা তৈরি করেনি। সেই সময় হাতে এঁকে অ্যানিমেটেড সিনেমা বানানোর কোনো ধারণা ছিল না। এই ধরনরে সিনেমা প্রচুর সময় নেয়, কারণ এটা হাতে আঁকার সাথে সম্পর্কিত।’

Manual8 Ad Code

তিনি জানান, ছোট বেলা থেকেই অঙ্কনের প্রতি বেশ আগ্রহ ছিল তার। আর সেই জায়গা থেকেই দীর্ঘ সময় ধরে নির্মাণ করেন ‘দ্য গ্লাসওয়ার্কার’।

Manual8 Ad Code

গত জুলাই মাসে পাকিস্তানে মুক্তি পায় সিনেমাটি। পরবর্তীতে ইংরেজি, স্প্যানিশ, ইউক্রনেীয়সহ বহু ভাষায় এর ডাবিং ভার্সন বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code