প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বলিউড অভিনেতার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলেন

editor
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ণ
বলিউড অভিনেতার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলেন

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:
ধর্মান্তরিত হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন বলিউড অভিনেতা ও ফিটনেস আইকন সাহিল খানের স্ত্রী মিলেনা আলেকজান্দ্রা। সাহিল খান নিজেই একথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেন। আর এই ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় সাহিলকে। প্রসঙ্গত, ‘স্টাইল’, ‘এক্সকিউজ মি’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন সাহিল খান।

Manual8 Ad Code

সাহিল লেখেন, ‘আমি খুবই গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমার স্ত্রী মিলেনা আলেকজান্দ্রা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। আলহামদুলিল্লাহ এই সুন্দর যাত্রার জন্য! আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রার্থনা কবুল করুন।’

Manual3 Ad Code

সাহিলের পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে যায়। একজন লেখেন, ‘যদি উনি আপনাকে সত্যিই ভালোবাসেন তবে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে কেন? তাহলে আপনি যদি তাকে প্রকৃত অর্থে ভালোবাসেন, তাহলে কি আপনিও খ্রিস্টধর্ম গ্রহণ করতে পারেন তাই না? না মানে, আমার কোনোও সমস্যা নেই। আমি শুধু প্রশ্ন করছি। ‘ আরেকজন লেখেন, ‘বিয়ের পর ধর্ম পরিবর্তন করা কি খুব প্রয়োজনীয়? আপনি কেন ওকেই তার ধর্ম পরিবর্তন করাতে চান? উনি যেমন তাকে তেমনই গ্রহণ করা উচিত!’ আরও একজন লেখেন, ‘ধর্ম কীভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে! এটাই শুধু দেখা প্রয়োজন যে দুজন মানুষ দুজনকে ভালোবাসেন কিন! ঈশ্বর তো এক, আমরই বিভিন্ন রূপ তৈরি করি। খুশি হোন, আর একে অপরের হাত ধরে থাকুন।’

সাহিল খানের স্ত্রী মিলেনা আলেকজান্দ্রা তার থেকে ২৬ বছরের ছোট। ২০২৪ সালে সাহিল যখন মিলেনাকে বিয়ে করেন, তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর, বর্তমানে তার বয়স ২২। সাহিলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৩ সালে নিগার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাহিল। তবে বিয়ের দুই বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

কাজের ক্ষেত্রে ২০০১ সালে ‘স্টাইল’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সাহিল খান। এরপর ‘এক্সকিউজ মি’ ছবিতে কাজ করেন সাহিল। তবে অভিনয় বিশেষ উপভোগ করেননি সাহিল। এরপর বলিউড ছেড়ে নিজের স্বপ্ন পূরণ করতে সাহিল শরীরচর্চার দিকেই ঝোঁকেন। বর্তমানে সাহিল খান একটি জিমের মালিক এবং তার ‘ডিভাইন নিউট্রিশন’ নামে একটি সংস্থাও রয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code