প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাজার হাজার লোকের সামনে অমিতাভকে চিৎকার করে কী বলেছিলেন রেখা

editor
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ণ
হাজার হাজার লোকের সামনে অমিতাভকে চিৎকার করে কী বলেছিলেন রেখা

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:
দিনটি আজও ভুলতে পারেননি রেখা। ‘তোমায় ঘৃণা করি!’ অমিতাভ বচ্চনকে এ কথা বলতে হয়েছিল তাকে। যাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, কী করে তাকে মুখের উপরে ‘ঘৃণা করি’ বলবেন? অথচ, বলতে তাকে হবেই। তাও আবার প্রকাশ্যে, ভিড়ের মধ্যে। রেখা যন্ত্রণায় ছটফট করেছিলেন।

Manual8 Ad Code

নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে অমিতাভ-রেখা মুখোমুখি। ভয়ংকর পরিস্থিতির সাক্ষী ১৫ হাজার দর্শক। রেখা কথাটা বলার পর পিনপতন স্তব্ধতা। অনেক ক্ষণ পরে ভিড়ের মধ্যে থেকে একটাই শব্দ শোনা গিয়েছিল, ‘ওহ’। তত দিনে অমিতাভ-রেখার রোমান্স সবাই জানেন। জানেন জয়া বচ্চনও! সংসারে তাই নিয়ে নিত্য অশান্তি।

Manual4 Ad Code

‘শাহেনশা’র সংসার বাঁচাতেই কি রেখা এই পদক্ষেপ করেছিলেন? বলিউড বলছে, নায়িকাকে নাকি এ ভাবে বলতে বাধ্য করা হয়েছিল!

কে রেখাকে এই কথা বলতে বাধ্য করেছিলেন? খবর, বিআর চোপড়া আর তার ছবি ‘সিলসিলা’। ছবিতে রেখা-অমিতাভ-জয়ার বাস্তব ত্রিকোণ প্রেমের গল্প। যা পর্দায় জীবন্ত করেছিলেন তারা তিনজন। সেখানেই রেখার সংলাপ, তিনি অমিতাভকে বলবেন, তাকে ঘৃণা করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা ফের মনে করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি কিছুতেই এই সংলাপ বলবেন না। অথচ, চিত্রনাট্যের খাতিরে বলতে তাকে হবেই। শেষে হাল ধরেছিলেন ‘বিগ বি’ স্বয়ং। তিনি হলিউড অভিনেতা জেমস ডিনের গল্প শুনিয়েছিলেন। জানিয়েছিলেন, একটি দৃশ্যে তিনিও একই রকম দ্বিধাগ্রস্ত ছিলেন। মনের জোরে সেই দ্বিধা কাটিয়েছিলেন নিজেই। রেখাকেও সেটাই করার পরামর্শ দিয়েছিলেন তিনি।

অমিতাভের সহায়তায় এক টেকে দৃশ্য নিখুঁত! শট শেষ করে আবেগে প্রিয় নায়ককে জড়িয়ে ধরেছিলেন রেখা। সেই দৃশ্য দেখতে দেখতে প্রত্যেকের চোখের কোণ বুঝি শিরশিরিয়ে উঠেছিল সে দিন!

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code